বাংলাদেশ থেকে নড়াইল জেলা প্রতিনিধি: আসন্ন নড়াইল পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আঞ্জুমান আরাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা। সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকা থেকে নড়াইলে পৌঁছালে নেতাকর্মীরা আঞ্জুমান আরাকে বরণ করে নেন। এছাড়া মোটরশোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এদিকে পুরাতন বাসটার্মিনাল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন আঞ্জুমান আরাসহ নেতাকর্মীরা। এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ফজলুর রহমান জিন্নাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইউসুফ, সহ-সভাপতি গুলশান আরা, সাধারণ সম্পাদক ইসমত আরা, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসম্পাদক বাবুল সাহা, জাতীয় মহিলা সংস্থা নড়াইলের চেয়ারম্যান সালমা রহমান কবিতা, জেলা পরিষদ সদস্য নাজনীন সুলতানা রোজী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এসএম পলাশ, দপ্তর সম্পাদক ফিরোজ শেখ, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম, সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মেয়র প্রার্থী আঞ্জুমান আরা বলেন, আমাকে দলীয় মনোনয়ন দেয়ায় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। মেয়র নির্বাচিত হলে নড়াইল শহরের রাস্তাঘাট, নর্দমা, বর্জ্য ব্যবস্থাপনাসহ সুন্দর-পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে চাই।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত নড়াইল পৌর নির্বাচনে মেয়র পদে ১১জন প্রার্থী ছিলেন। এর মধ্যে আঞ্জুমান আরা দলীয় মনোনয়ন লাভ করেন। নড়াইল পৌরসভায় মেয়র পদে এই প্রথম নারী প্রার্থী হলেন। এদিকে, নড়াইল পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস (৫৫) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৫ নভেম্বর দুপুরে ঢাকায় স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার স্ত্রী হুর জাহানও দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। জেলা নির্বাচন অফিসার ওয়ালিউল্লাহ বলেন, আগামি ৩০ জানুয়ারি নড়াইল ও কালিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে, ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ। আগামি ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এছাড়া প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারি। নড়াইল পৌরসভায় ভোট কেন্দ্র ১৪টি। ভোটার সংখ্যা ৩৩ হাজার ৭১৭।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত নড়াইল পৌর নির্বাচনে মেয়র পদে ১১জন প্রার্থী ছিলেন। এর মধ্যে আঞ্জুমান আরা দলীয় মনোনয়ন লাভ করেন। নড়াইল পৌরসভায় মেয়র পদে এই প্রথম নারী প্রার্থী হলেন। এদিকে, নড়াইল পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস (৫৫) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৫ নভেম্বর দুপুরে ঢাকায় স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার স্ত্রী হুর জাহানও দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। জেলা নির্বাচন অফিসার ওয়ালিউল্লাহ বলেন, আগামি ৩০ জানুয়ারি নড়াইল ও কালিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে, ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ। আগামি ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এছাড়া প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারি। নড়াইল পৌরসভায় ভোট কেন্দ্র ১৪টি। ভোটার সংখ্যা ৩৩ হাজার ৭১৭।