ঢাকা অফিস: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অন্যান্য বছরের মতো এবারো চলতি বছরের ৩১ ডিসেম্বর নতুন বইয়ের উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তবে শিক্ষাপ্রতিষ্ঠান প্রত্যেক শ্রেণির শিক্ষার্থীদের বই তিন দিনে পর্যায়ক্রমে বিতরণ করবে। এভাবে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বই পর্যায়ক্রমে ১২ দিনে বিতরণ করবে শিক্ষাপ্রতিষ্ঠান। একই কারণে আগামী বছর সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিক্ষা কার্যক্রম চালু করার চিন্তাও আছে বলে জানান শিক্ষামন্ত্রী। আজ মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব অনলাইনে সংযুক্ত ছিলেন।শিক্ষামন্ত্রী বলেন, শুধু বাংলাদেশ নয়, মহামারি করোনা পরিস্থিতির কারণে সারা বিশ্বেই পাবলিক পরীক্ষা বাতিল করে বিকল্প ব্যবস্থায় পরীক্ষার্থীদের মুল্যায়ন করা হয়েছে। তিনি বলেন, এসাইনমেন্টের মাধ্যমে এবার পরীক্ষা মূল্যায়ন করা হয়েছে। এতে শতকরা ৮৫ ভাগ শিক্ষার্থী বেশ উৎসাহের সঙ্গে যুক্ত হয়ে এসাইনমেন্ট সম্পন্ন করেছে।২০২১ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসের মধ্যে ক্লাশ রুমে গিয়ে শিক্ষার্থীরা যাতে ক্লাশ করতে পারে সে বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। আগামী ছয় মাসের মধ্যে যাতে ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া যায়, আমরা সেই চেষ্টাও করছি।এদিকে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণের কারণে দেশের কওমি মাদ্রাসা বাদে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১৬ জানুয়ারি বন্ধ রয়েছে।গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দফায় দফায় ১৬ জানুয়ারি পর্যন্ত ছুটি বাড়ানো হয়। বন্ধের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে টিভিতে ক্লাস সম্প্রচার করা হচ্ছে। আর উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষাস্তরে অনলাইনে ক্লাস পরিচালনা করছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণে এ বছর প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী, অষ্টমের সমাপনী ছাড়াও এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে এইচএসসির ফল প্রকাশের সিদ্ধান্ত হলেও অন্যান্য শ্রেণিগুলোয় পরীক্ষা ছাড়া পরবর্তীতে ক্লাসে তুলে দেওয়া হবে। আর মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত অ্যাসাইনমেন্ট দিয়ে মূল্যায়ন করা হচ্ছে শিক্ষার্থীদের।
৩১ ডিসেম্বর ‘বই উৎসব’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
0
Share.