স্পোর্টস ডেস্ক: ২৯৬ উইকেট নিয়ে মাউন্ট মঙ্গানুই টেস্ট শুরু করেছিলেন টিম সাউদি। টেস্টের চারদিনেই হয়ে গেল তাঁর নতুন রেকর্ড। নিউজিল্যান্ডের তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন সাউদি। সাউদির রেকর্ডের দিনে পাকিস্তানের বিপক্ষে জয়ের পথে নিউজিল্যান্ড। আগামীকাল বুধবার টেস্টের শেষ দিন জিততে হলে ৩০২ রান করতে হবে পাকিস্তানকে। হার এড়াতেও টিকে থাকতে হবে পুরোদিন। অন্যদিকে নিউজিল্যান্ডের জয়ের জন্য দরকার সাত উইকেট। টেস্টের চতুর্থ দিন আজ মঙ্গলবার নিউজিল্যান্ড ৫ উইকেটে ১৮০ রানে ইনিংস ঘোষণা করে। লিডসহ পাকিস্তানকে ৩৭৩ রানের লক্ষ্য দেয় স্বাগতিকরা। জবাবে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৩ উইকেটে ৭১ রানে চতুর্থ দিন পার করে পাকিস্তান। এর আগে বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে ৪৩১ রানে থেমেছে নিউজিল্যান্ড। দলের পক্ষে সেঞ্চুরি করেছেন কেইন উইলিয়ামসন। সেঞ্চুরিসহ ১২৯ রানে থামেন তিনি। ২৯৭ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল ১২টি বাউন্ডারি ও এক ছক্কায়। বিপরীতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৩৯ রান সংগ্রহ করে পাকিস্তান। এর মধ্য পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে দুই উইকেট নিয়ে ৩০০ টেস্ট উইকেট পূরণ করেন সাউদি। এর আগে এই রেকর্ড ছিল কেবল দুই কিউই বোলারের। একজন হলেন স্যার রিচার্ড হ্যাডলি (৪৩১) আরেকজন ড্যানিয়েল ভেটোরি (৩৬১)।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড ১ম ইনিংস : ৪৩১
পাকিস্তান ১ম ইনিংস : ২৩৯
নিউজিল্যান্ড ২য় ইনিংস : ৪৫.৩ ওভারে ১৮০/৫ (ডি.) (ল্যাথাম ৫৩, ব্লান্ডেল ৬৪, উইলিয়ামসন ২১, টেইলর ১২*, নিকোলস ১১, ওয়াটলিং ৫, স্যান্টনার ৬*; আফ্রিদি ১১-০-৪৭-০, আব্বাস ১১-২-৩৩-১, নাসিম ১২.৩-১-৫৫-৩, ফাহিম ৪-১-১৮-০, ইয়াসির ৬-০-২১-০, মাসুদ ১-০-৪-০)।
পাকিস্তান ২য় ইনিংস : (লক্ষ্য ৩৭৩) ৩৮ ওভারে ৭১/৩ (মাসুদ ০, আবিদ ০, আজহার ৩৪*, হারিস ৯, ফাওয়াদ ২১*; সাউদি ৯-৫-১৫-২, বোল্ট ১০-৪-২৪-১, জেমিসন ৭-৬-৩-০, ওয়্যাগনার ৬-৩-০-০, স্যান্টনার ৬-১-১৯-০)।