ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণ এলাকায় ২৫০ কেজি ওজনের আরও একটি বোমা উদ্ধার করা হয়েছে। এ নিয়ে টার্মিনালের নির্মাণ এলাকায় চলতি মাসেই মোট পাঁচটি বোমা উদ্ধার করা হলো।বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, বোমাটি নিষ্ক্রিয় করে নিরাপদ স্থানে নিয়ে গেছে বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল। এখানে আরও বোমা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত ৯, ১৪, ১৯ ও ২৮ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের সাইট থেকে আড়াইশ’কেজি ওজনের চারটি বোমা উদ্ধার করা হয়েছিল। পরে বোমাগুলো উদ্ধার করে টাঙ্গাইলের বিমানবাহিনীর ঘাঁটিতে নিয়ে ধ্বংস করা হয়। বোমাগুলো মুক্তিযুদ্ধকালীন বলে জানিয়েছে বিমানবাহিনী। মুক্তিযুদ্ধের সময় কুর্মিটোলায় পাকিস্তানের ঘাঁটি ছিল। সে ঘাঁটিকে লক্ষ্য করে বোমাগুলো ছোড়া হয়েছিল। এর মধ্যে কিছু অবিস্ফোরিত ছিল।
শাহজালালে ২৫০ কেজির আরও এক বিশাল বোমা
0
Share.