ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হওয়ার পরে এবার মার্কিন যুক্তরাষ্ট্রেও প্রথমবারের মতো কোভিড-১৯ নতুন ধরনের ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই ভাইরাসটি খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। কলোরাডো অঙ্গরাজ্যে বিশ বছর বয়সী এক যুবকের শরীরে নতুন ধরনের এই ভাইরাসটি পাওয়া গেছে। বর্তমানে আইসোলেশনে রাখা আক্রান্ত ব্যক্তির সাম্প্রতিক ভ্রমণের কোনো ইতিহাস নেই। অঙ্গরাজ্যের কর্মকর্তারা জানান, তারা এখন এই ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছেন। পাশাপাশি এরকম আরও রোগী আছে কিনা সেটাও খুঁজে দেখছেন। ধারণা করা হয় যে, করোনাভাইরাসের এই নতুন ধরনটি আগেরটির তুলনায় দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তবে সেটি আগের চেয়ে বেশি বিপজ্জনক নয় বলেই মনে করা হচ্ছে। মঙ্গলবার একটি বিবৃতিতে কলোরাডোর গভর্নর জ্যারেড পোলিস বলেছেন, ডেনভারের কাছাকাছি এলবার্ট কাউন্টিতে শনাক্ত ওই রোগীকে এখন আইসোলেশনে রাখা হয়েছে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত এক কোটি ৯০ লাখের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ৩ লাখ ৩৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে, যা বিশ্বে সর্বোচ্চ। বিশ্বের বিভিন্ন দেশেই নতুন ধরনের এই করোনাভাইরাসের রোগী শনাক্ত হচ্ছে। এর আগে কানাডায় দুইজন রোগী শনাক্ত হয়েছে। যুক্তরাজ্য ছাড়াও ইউরোপের আরও কয়েকটি দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রেও নতুন ধরনের কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত
0
Share.