ভারতে আরো ১৪ জনের শরীরে করোনার নতুন স্ট্রেইন শনাক্ত

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যফেরত আরো ১৪ ভারতীয় নাগরিকের শরীরে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট ২০ জনের শরীরে নতুন স্ট্রেইন শনাক্ত হলো। সরকারের দেওয়া তথ্যের বরাত দিয়ে আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার প্রথম দেশটিতে ছয়জনের শরীরে নতুন ধরনের করোনাভাইরাস শনাক্ত হয়। তারা প্রত্যেকেই যুক্তরাজ্য থেকে ভারতে আসেন। যাদের মধ্যে তিনজন বেঙ্গালুরু, দুজন হায়দারাবাদ ও একজন পুনের বাসিন্দা। এরই মধ্যে সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। চিকিৎসকের বিশেষ নজরদারিতে প্রত্যেককে আলাদা আলাদা ঘরে রাখা হয়েছে। অন্য করোনা রোগীদের সঙ্গে তাদের যাতে কোনোরকম সংযোগ না ঘটে সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। যাদের শরীরে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন মিলেছে তাদের সহযাত্রীদের খোঁজ চালানো হচ্ছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে গত ২৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে যুক্তরাজ্য থেকে ৩৩ হাজার যাত্রী ফিরেছে। যাদের মধ্যে ১১৫ জন করোনায় আক্রান্ত ছিলেন। তাদের নমুনা ‘জিনোম সিকোয়েন্সিং’র জন্য পাঠানো হয়েছিল। যার মধ্যে থেকে মোট ২০ জনের শরীরে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন শনাক্ত হয়েছে। এদিকে, গত সোমবার থেকে ভারতের চারটি রাজ্যে করোনা টিকার প্রয়োগ শুরু হয়েছে। দেশটির অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, গুজরাট ও অসমে এ কার্যক্রম চলছে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন ধরনের এই করোনাভাইরাস ৭০ শতাংশ বেশি সংক্রমণ ক্ষমতা সম্পন্ন। যুক্তরাজ্যে প্রথম এই ভাইরাসের সন্ধান মেলে।

Share.