ফিট ওয়ার্নারকে ফেরানো হয়েছে দলে

0

স্পোর্টস ডেস্ক: চার ম্যাচের সিরিজে প্রথম টেস্ট জিতে উড়তে থাকা অজিদের মাটিতে পড়তে দেরি হয়নি। দ্বিতীয় টেস্টেই ভারতের কাছে হেরে যায় অজিরা। এই ম্যাচে ভারত খেলেছিল ভারপ্রাপ্ত অধিনায়ক আজিঙ্কা রাহানের নেতৃত্বে। বাকি আছে আরও দুটি ম্যাচ। ঘরের মাঠে সিরিজ হারের লজ্জা নিশ্চয় পেতে চায় না অস্ট্রেলিয়া। তাই ডেভিড ওয়ার্নারকে ফিরিয়েছে দলে। বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ দুই টেস্টের দলে ওয়ার্নারের ফেরায় বাদ পড়তে হয়েছে ধারাবাহিক ব্যর্থ হওয়া জো বার্নসকে। বার্নস অ্যাডিলেইড টেস্টের দুই ইনিংসে করেছিলেন ৮ ও ৫১* রান। এরপর মেলবোর্ন টেস্টে প্রথম ইনিংসে ০ আর দ্বিতীয় ইনিংসে মাত্র ৪ রান। বাকি দুই টেস্টের জন্য বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ১৮ সদস্যের দল ঘোষণা করে। দলে আছেন তরুণ টপ অর্ডার ব্যাটসম্যান উইল পুকোভস্কি ও পেসার শন অ্যাবট। ওয়ার্নার প্রথম দুই টেস্টে খেলতে পারেননি কুঁচকির চোটে। পুকোভস্কি বাদ পড়েছিলেন অনুশীলনে মাথায় বলের আঘাত পেয়ে আর পায়ের চোটে বিশ্রামে ছিলেন অ্যাবট। সমতায় থাকা সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে সিডনীতে আগামী ৭ জানুয়ারি। ব্রিজবেনে ১৫ জানুয়ারি থেকে শুরু হবে চতুর্থ ও শেষ টেস্ট।

শেষ দুই টেস্টের অস্ট্রেলিয়া দল: টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স, শন অ্যাবট, ক্যামেরন গ্রিন, জশ হেজেলউড, মার্কাস হ্যারিস, ট্রাভিস হেড, মোইজেস হেনরিকস, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, মাইকেল নিসার, জেমস প্যাটিনসন, উইল পুকোভস্কি, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, ম্যাথু ওয়েড ও ডেভিড ওয়ার্নার।

Share.