তুরস্কে বিপুল মজুদের স্বর্ণখনির সন্ধান

0

ডেস্ক রিপোর্ট: তুরস্ক ৯৯ টন স্বর্ণ মজুদ থাকা একটি খনির সন্ধান পেয়েছে। এই বিপুল পরিমাণ স্বর্ণের মূল্য প্রায় ৬০০ কোটি ডলার, যা কোনও কোনও দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) চেয়েও বেশি। দেশটির বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, সার উৎপাদনকারী একটি কোম্পানি গুবেরতাস এবং এগ্রিকালচারাল ক্রেডিট কোঅপারেটিভসের প্রধান ফাহরেত্তিন পয়রাজ যৌথভাবে এই স্বর্ণখনির সন্ধান পেয়েছে।স্বর্ণখনি খুঁজে পাওয়ার পর তুরস্কের স্টক এক্সচেঞ্জ বরসা ইস্তাম্বুলে গুবেরতাসের শেয়ার দাম ১০ শতাংশ বেড়ে গেছে। পয়রাজ আনাদোলুকে বলেছেন, আগামী দুই বছরের মধ্যে খনিটি থেকে স্বর্ণ তোলা শুরু হবে। এর আগে স্বর্ণ উত্তোলনেও রেকর্ড গড়েছে বলে জানিয়েছে দেশটির জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী ফেইথ ডনমেজ।তিনি বলেছেন, করোনাভাইরাস মহামারির মধ্যেও বছর শেষে স্বর্ণের উৎপাদন ৪৪ টন লক্ষ্যমাত্রার পূরণ করতে সক্ষম হয়েছে তুরস্ক।ডনমেজ আরও বলেন, আমরা আগামী পাঁচ বছরের মধ্যে স্বর্ণের উৎপাদন ১০০ টন করতে চাই, ইনশাআল্লাহ।এদিকে তুরস্কের স্বর্ণখনি এসোসিয়েশন জানিয়েছে, ২০১৯ সালে দেশটিতে ৩৮ টন স্বর্ণ উৎপাদিত হয়েছে।তুরস্কের অন্যতম বড় ব্যবসা হচ্ছে স্বর্ণ। বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই ধাতুটি। মুদ্রার মান পতন এবং মূল্যস্ফীতিসহ বিভিন্ন কারণে বিকল্প মুদ্রা হিসেবে স্থান করে নেয় স্বর্ণ।

Share.