চাঁদপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠিা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

0

বাংলাদেশ থেকে চাঁদপুর জেলা প্রতিনিধি: জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা জাতীয় পার্টির আয়োজনে ১ জানুয়ারি (শুক্রবার) সকাল ১১ টায় শহরের ট্রাক ঘাট এলাকা থেকে এক বর্ণাঢ্য  র‍্যালি শহরের প্রধান, প্রধান সড়ক প্রদক্ষীন করে চেয়ারম্যান ঘাট এলাকায় গিয়ে শেষ হয়। পরে চেয়ারম্যান ঘাট পালকি কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব এমরান হোসেন মিয়া।তিনি তার বক্তব্যে বলেন,পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ গ্রামের ও পল্লী এলাকার উন্নয়ন করে পল্লীবন্ধু খ্যাতি অর্জন করেন ।আজকে মৃত এরশাদ জীবিত এরশাদের চেয়েও শক্তিশালী ।তিনি আরো বলেন, বর্তমানে প্রেসিডেন্ট জিএম কাদের তিনি একজন সৎ নির্ভীক ও চরিত্রবান ব্যক্তি।তাই ভবিষ্যতে দেশের প্রধানমন্ত্রী হিসেবে যোগ্য তিনি। তাই আমরা সকলেই জাতীয় পার্টিকে শক্তিশালী ও আরো গতিশীল করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রাদেশিক বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খিশু, কচুয়া উপজেলা জাতীয় পার্টি সভাপতি এমদাদুল হক রুম্মন, এছাড়া ও উপস্থিত ছিলেন, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রমিক পার্টির সভাপতি আলহাজ্ব নূর মিয়া ,স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক শাহ আলম, কৃষক পার্টি সভাপতি মমতাজ উদ্দিন মন্টু, জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক গোলাম উর নবী লিটন, যুগ্ন আহবায়ক খোরশেদ আলম স্বপন দেওয়ানসহ দলীয় সকল স্তরের নেতাকর্মীরা।অনুষ্ঠানে জেলা যুবসংহতির নবনির্বাচিত কমিটির সদস্যদের কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।অনুষ্ঠান শেষে কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

Share.