ঢাকা অফিস: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি এলাকায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রেলপথে পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। ফলে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী আন্তনগর এগারসিন্দু, কিশোরগঞ্জ এক্সপ্রেস ও ময়মনসিংহ থেকে চট্রগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে ওইসব ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়ে।ভৈরব বাজার রেলওয়ে জংশন সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল ১০টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ ময়মনসিংহ রেলওয়ে পথের কুলিয়ারচরের ছয়সূতি এলাকায় বিকেসি (রেলওয়ের মাল পরিবহণ গাড়ি) ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি জামালপুরের দুরমুর রেলস্টেশন থেকে ব্রাহ্মণবাড়িয়ার ইমামবাড়ী রেলস্টেশনে যাওয়ার পথে ওই এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে।খবর পেয়ে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টা ৪০ মিনিটে বগির দুটি চাকা লাইনে তুলতে সক্ষম হয়। পরে বিকেল ৩টা ২০ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগের ডিআরএম সাদেকুর রহমান ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কাজের তদারকি করেন।রেলওয়ে রিলিফ ট্রেনের ইনচার্জ ও আখাউড়ার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দুপুর ১২টায় ঘটনাস্থলে পৌঁছে আড়াই ঘণ্টা চেষ্টার পর দুপুর ২টা ৪০ মিনিটে ট্রেনটি লাইনে তুলেছি।’দেলোয়ার হোসেন জানান, ট্রেনের চাকা লাইনচ্যুত যেকোনো কারণে হতে পারে।
কুলিয়ারচরে মালবাহী ট্রেন লাইনচ্যুত, ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ
0
Share.