কাতারের জন্য দ্বার খুলে দিলো সৌদি আরব

0

ডেস্ক রিপোর্ট:  সাড়ে তিন বছর পর কাতারের জন্য স্থল, আকাশ ও নৌপথ খুলে দিলো সৌদি আরব। নিশ্চিত করেছে দুই দেশের মধ্যস্থতাকারী কুয়েত পররাষ্ট্র মন্ত্রণালয়। উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল- জিসিসি সম্মেলনের আগে এমন পদক্ষেপ, অঞ্চলটির চলমান সমস্যা সমাধানের পথ উন্মুক্ত করতে পারে বলে আশা করা হচ্ছে। সন্ত্রাসবাদ ও ইরানের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ এনে ২০১৭ সালের জুনে হঠাৎ করেই কাতারকে একঘরে করে সৌদি আরব এবং তার মিত্র মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। নানা পক্ষের দীর্ঘদিনের চেষ্টার পর, অবশেষে কাতার-সৌদি আরবের বিভেদ অনেকাংশে অবসান হলো। সীমান্ত খুলে দেয়ায় শুধু দুদেশের নাগরিকরা নয়, আনন্দে ভাসছে লাখো অভিবাসীরাও। ফলে উপসাগরীয় সংহতি পুনরুদ্ধারের আশা প্রকাশ করেছে আরব আমিরাত। সৌদির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তুরস্ক, জিসিসি মহাসচিবসহ নানা আন্তর্জাতিক গোষ্ঠী।

Share.