বোয়ালমারীতে পৃথক দূর্ঘটনায় নিহত ২ 

0

বাংলাদেশ থেকে বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় টিন চাপা পড়ে বদু মোল্যা (৩০) ও খেককোরের চাপায় বাদল মুন্সি (৩৫) নামের দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (৪ জানুয়ারী) দুপুরে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারের সিরাজের টিনের দোকানে ও ভাটিয়াপাড়া মাঝকান্দি সড়কের সোতাসী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।​স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলার শেখর ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামের আলতা মোল্যার ছেলে ভ্যানচালক বদু শেখ দুপুরে ওই গ্রামের একজনের ক্রয় করা টিন তার ভ্যানে করে নেওয়ার জন্য সহস্রাইল বাজারে সিরাজের টিনের দোকানে যায়। ভ্যানে টিন নেওয়ার জন্য মাথায় তোলার সময় টিন ধরে টান দিলে টিনগুলো তার শরীরের উপর পড়ে। এ সময় ভ্যানচালক টিনের তলে চাপা পড়ে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রোগীর অবস্থা খারাপ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ডা. ফারিয়া রোগিকে ফরিদপুর নেওয়ার পরামর্শ দেয়। তাকে ফরিদপুর নেওয়ার জন্য গাড়িতে উঠানোর সময় দুপুর আড়াইটায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। বদুর এই আকষ্মিক মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে  এসেছে।এদিকে বিকেলে সাতৈর বাজার থেকে পেয়াজ ক্রয় করে শশুর বাড়ি আলফাডাঙ্গা উপজেলার বারাংকুলা গ্রামে  ফেরার পথে মাঝকান্দি ভাটিয়াপাড়া সড়কের সোতাসী নামক স্থানে খেককোরের সাথে মোটরসাইকেলে সংঘর্ষ হয়। এ সময় বাদল মুন্সি ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ফায়ারসার্ভিস ও পুলিশ লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

Share.