ট্রাম্পকে ব্লক করেছে ফেসবুক টুইটার

0

ডেস্ক রিপোর্ট: সহিংসতা উস্কে দেয়ার অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটার থেকে ব্লক করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।বিবিসি’র খবরে বলা হয়,  টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাম্পকে তিনটি টুইট মুছে দেয়ার জন্য  জানিয়েছিল টুইটার কর্তৃপক্ষ। কিন্তু, ট্রাম্প টুইটগুলো মুছে না দেয়ায় তার অ্যাকাউন্ট স্থগিত করে রাখা হয়।ওই তিন টুইট না মুছলে ট্রাম্পের অ্যাকাউন্ট চিরতরে বন্ধ করে দিতেও পারে টুইটার। এর আগেও, টুইটারে নির্বাচনে কারচুপির ভুয়া অভিযোগ তুলে ওয়ার্নিং লেবেল পেয়েছিলেন ট্রাম্প।এদিকে, ফেসবুক এবং ইনস্টাগ্রামও ট্রাম্পকে ২৪ ঘণ্টার জন্য ব্লক করে রাখার কথা জানিয়েছে। ইউটিউব থেকেও তার বিতর্কিত ভিডিও সরিয়ে নেয়া হয়েছে। এমনকি, স্ন্যাপচ্যাটেও পোস্ট করতে পারছেন না ট্রাম্প।ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, তারা যে ভারসাম্যের নীতিতে বিশ্বাস করেন, ট্রাম্পের পোস্ট সেই নীতির বিরুদ্ধে যায়। তাই তার অ্যাকাউন্ট ব্লক করে রেখেছে ফেসবুক।

Share.