শেরপুরে খোলা মাঠে লটারি করে স্কুলে শিক্ষার্থী ভর্তি

0

ঢাকা অফিস: লটারির মাধ্যমে শেরপুরের নকলা উপজেলার নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকালে স্কুল মাঠে ওই লটারি অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) জাহিদুর রহমানের উপস্থিতিতে খোলা মাঠে লটারি করা হয়। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারি স্থগিত প্রসঙ্গে জানতে চাওয়া হলে ইউএনও জাহিদুর রহমান বলেন, ‘ডিজিটাল লটারি কার্যক্রম স্থগিত করা হয়েছে। কিন্তু ম্যানুয়ালি করলে তাতে সমস্যা নেই। এখানে খোলা মাঠের মধ্যে ম্যানুয়ালি লটারি করা হয়েছে।’ স্কুল কর্তৃপক্ষ জানায়, ১৮০টি আসনের বিপরীতে ৪৮৯টি ফরম বিক্রি হয়। এর মধ্যে ৪৬৪টি আবেদন জমা পড়ে। সেই আবেদনের ভিত্তিতেই প্রকাশ্যে খোলা মাঠে লটারির মাধ্যমে আসন পূরণ করা হয়।লটারির সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রশিদ, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Share.