ডেস্ক রিপোর্ট: ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের করোনার টিকা আমদানি করতে নিষেধ করেছেন। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন। আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, পশ্চিমা দেশ দুটির টিকা যে কতোটা অকার্যকর করোনায় সেখানে মৃত্যুর সংখ্যাই তা বলে দিচ্ছে।টিকা দেয়া শুরু করার পরও যুক্তরাষ্ট্রে দৈনিক মৃত্যুর সংখ্যা ৪ হাজারে গিয়ে দাঁড়িয়েছে, যা যে কোন দেশে এ যাবতকালে দৈনিক মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। যুক্তরাজ্যেরও একই হাল, দেশটির হাসপাতালে করোনা রোগীদের উপচেপড়া ভিড়। মৃত্যুর সংখ্যাও বেড়েছে আশঙ্কাজনক হারে।ইরানের শীর্ষ নেতা বলেন, আসলে পশ্চিমারা ভ্যাকসিনটি অন্য দেশের মানুষের ওপর প্রয়োগ করে এর কার্যকারিতা পরীক্ষা করতে চায়। তাদের কোনোভাবেই বিশ্বাস করা যায় না।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের টিকা নিষিদ্ধ করল ইরান
0
Share.