বাংলাদেশ থেকে পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় ঋষি সম্প্রদায়ের মেয়ে নিয়ে হত্যা,গুম করার আশংকায় জেলে সম্প্রদায়ের লোকজনের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে। রবিবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে উপজেলার ভবানীপুর গ্রামের মৃত বিষ্ণু দাশের পুত্র রমেশ দাশ এক লিখিত বক্তব্য বলেন আমরা ঋষি সম্প্রদায়ের লোক। তার বোন পম্পা দাশ(১৮) কে তালা উপজেলার খানপুর ৰামের সঞ্জয় দাশের সহিত বিবাহ হয়। কিন্তু ভবানীপুর গ্রামের জেলে সম্প্রদায়ের প্রহল্লাদ বিশ্বাসের পুত্র আকাশ বিশ্বাস ফুঁসলিয়ে এনে বিয়ে করে । কিন্তু আকাশের পরিবারের পিতা মাতা মেনে নেয়নি। কয়েক দিন আগে আমার বোন জামাইয়ের বাড়িতে গেলে ভগ্নিপতি ও বোন বাড়ীতে নেই বলে জানাই । কয়েক দিন পর জানতে পারি তারা বাড়িতে আসেনি । তার পর আকাশের পিতা প্রহল্লাদ বিশ্বাসের কাছে জানতে চাইলে আমাকে হুমকি স্বরুপ বিভিন্ন কথা বলে। বিষয়টি আমার সন্দেহ হলে পাইকগাছা থানায় ৮/১১/২০ তারিখে ৩৭২ নং জিডি করেন। এর পর আকাশের পিতা বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে । তাই তাদেরকে সন্ধেহ তার বোন পম্পা ও বোন জামাই আকাশ কে তারা গুম বা হত্যা করতে পারে বলে আশঙ্কা করছে । তাই তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
পাইকগাছায় জেলে সম্প্রদায়ের বিরুদ্ধে ঋষি সম্প্রদায়ের সাংবাদিক সম্মেলন
0
Share.