সহিংসতার আশঙ্কার মধ্যেই মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী চাড ওলফ সোমবার হঠাৎ করেই পদত্যাগ করেছেন। এক সপ্তাহের বেশি সময় পর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। তার শপথের অনুষ্ঠানকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতার আশঙ্কার মধ্যেই পদত্যাগ করলেন ওলফ। যদিও এক সপ্তাহেরই কম সময় আগে ওলফ বলেছিলেন যে, তিনি তার পদ থেকে সরে দাঁড়াবেন না। কিন্তু বাইডেনের শপথ গ্রহণের মাত্র ১০ দিন আগে তিনি পদত্যাগ করলেন। নিজের পদত্যাগের কারণ হিসেবে আইনি চ্যালেঞ্জকে উল্লেখ করেছেন ওলফ। তবে এই আইনি চ্যালেঞ্জ কযেক মাস আগেই দেখা দিয়েছিল।কংগ্রেসের নিম্নকক্ষের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির চেয়ারম্যান বেনি থম্পসন বলেছেন, কয়েক মাস ধরে আমরা জানি যে চাড ওলফ তার পদে অবৈধভাবে দায়িত্ব পালন করছিলেন। তাই আজ মন্ত্রণালয় থেকে তার পদত্যাগের সময়টা প্রশ্নবিদ্ধ।তিনি বলেন, যখন দেশীয় সন্ত্রাসীরা আমাদের সরকারের উপর অতিরিক্ত হামলার পরিকল্পনা করতে পারে ঠিক এমন জাতীয় সংকটের সময়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন ওলফ।২০১৯ সালের নভেম্বর মাস থেকে ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন উলফ। সিনেট তার নিয়োগকে অনুমোদন দেয়নি। তবে উলফ বলেন যে, তিনি ‘সাম্প্রতিক ঘটনাবলীর’ কারণে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।এ

Share.