সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাই: মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী

0

বাংলাদেশ থেকে পিরোজপুর জেলা  প্রতিনিধি: মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, সকল ভেদাভেদ  ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাই। দুর্নীতি একটি দেশের উন্নয়নের প্রধান বাধা, আসুন আমরা সবাই মিলে দুর্নীতিকে প্রতিরোধ করি। দুর্নীতির মাধ্যমে অর্থ অর্জন করে সারা জীবন মামলার ঘানি ও জেল খাটতে হবে। বিএনপির আমলে বাংলাদেশস  দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সন্তানদের সুনাগরিক করে গড়তে হলে সুশিক্ষার বিকল্প নাই। বিশে^র সাথে প্রতিযোগীতায় টিকতে নতুন প্রজন্মকে
আধুনিক ও সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এ লক্ষে শিক্ষক-অভিভাবক সকলকে প্রতিটি শিক্ষার্র্থীকে পাঠ্য পুস্তকের পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করার আহ্বান জানান মন্ত্রী। বুধবার(১৩ জানুয়ারী) সন্ধ্যায় স্বরূপকাঠির বাটনাতলার একুশগ্রাম সম্মিলনী পাবলিক
ইস্টিটিউশনের শতবর্ষে পদার্পন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, দেশে আজ প্রায় প্রতিটি ক্ষেত্রে নৈতিক অবক্ষয়ের আচড় লেগেছে। এ থেকে প্রজন্মকে রক্ষা করতে সজাগ দৃষ্টি দিতে হবে। সন্তান যেন মাদকাসক্ত ও চরিত্রহীন না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। সমাজ ব্যবস্থাকে দুর্নীতি মুক্ত করতে বর্তমান প্রজম্মকে নৈতিকতা ও
মুল্যবোধের শিক্ষায় শিক্ষিত করতে হবে। বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি ডা. সৌরভ সুতারের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন সাবেক যুগ্ম সচিব শ্যামা প্রসাদ বেপারী, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ হালদার, ইউএনও মো. মোশারেফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এডভোকেট এস এম ফুয়াদ, ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার গৌতম নারায়ন রায় চৌধূরী, আওয়ামীলীগ নেতা গোপাল বসু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিউল হক মিঠু, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক মিঠুন হালদার ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রব সিকদার প্রমুখ। পরে ক্লোজআপ ওয়ান তারকা সানিয়া সুলতানা লিজার পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Share.