পাইকগাছায় বেহাল রাস্তা সংস্কারের দাবী

0

ইমদাদুল হক,বাংলাদেশ থেকে পাইকগাছা উপজেলা প্রতিনিধি: পাইকগাছায় ২৩ নং পোল্ডারের সোলাদানা  ২ ওয়ার্ডস্থ ভিলেজ পাইকগাছা মোটর স্টান্ড মোড় হতে কড়ুলিয়া অভিমুখি বেহাল রাস্তা দিয়ে চলাচল অযোগ্য হয়ে পড়েছে। এলাকার ভুক্তভোগী মানুষ দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের জন্য জনপ্রতিনিধিদের স্বরণাপন্ন হলেও প্রতিকার মিলছে না বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে গেলে স্থানীয়রা জানান মোটরস্টান্ড মোড় হতে লস্কর ইউনিয়নের কুড়ুলিয়া খেয়াঘাট অভিমুখি প্রায় ২ কিঃ মিঃ পানিউন্নয়ন বোর্ডের ইটের সোলিং রাস্তা দিয়ে এলাকার হাজার হাজার মানুষ চলাচল করে থাকে। কিন্তু দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ায় এ রাস্তা দিয়ে চলাচল অযোগ্য হয়ে পড়েছে। বর্ষাকাল এলে মানুষ দুর্ভোগে পড়ে ভীষন কষ্ট পায়! বর্তমানে রাস্তার ইট গুলো এদিক-ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। ভিলেজ পাইকগাছা গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা ব্যবসায়ী সরদার আমিনউদ্দীন, জাহাঙ্গীর আলম ও উপজেলা দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব বজলুর রহমান জানান,নাজুক এ রাস্তা সংস্কারের জন্য চেয়ারম্যান-মেম্বরদের অনুরোধ করেও কোন ব্যবস্থা হয়নি। এ দিকে ক্ষতিগ্রস্ত এ রাস্তা সংস্কারের জন্য গত ২৭ ডিসেম্বর এলাকাবাসী লিখিত ভাবে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) ইমরুল কায়েস জানান, মানুষের দুর্ভোগ লাঘবে যে কোন একটি উন্নয়ন প্রকল্পের আওতায় এ রাস্তাটি সংস্কার করা হবে।

Share.