ঢাকা অফিস: এবার ঢাকায় কিউলেক্স মশা ও এডিস মশার প্রাদুর্ভাব কমেছে। ফলে ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।আজ শনিবার (১৬ জানুয়ারি) রাজধানীর ঢাকা ওয়াসা ভবনে আয়োজিত সরকারি-বেসরকারি ব্যাংককে ঢাকা ওয়াসা কর্তৃক ‘বিল কালেকশন অ্যাওয়ার্ড’ বিতরণ শেষে এমন মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী। তিনি বলেন, সবার অংশগ্রহণে রাজধানীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে। নগরবাসীর অংশগ্রহণ ও সচেতনতা এবং সবার সমন্বিত উদ্যোগে এখন পর্যন্ত মশা নিয়ন্ত্রণে রয়েছে। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা ঠিক করতে ঢাকার দুই সিটি করপোরেশনকে নিয়ে আগামী সপ্তাহে বৈঠক করা হবে।
ঢাকায় মশার প্রাদুর্ভাব কমেছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে: স্থানীয় সরকারমন্ত্রী
0
Share.