বাংলাদেশ থেকে পাবনা জেলা প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলার নাড়িয়াগদাই বাজারে জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে মুন্নাফ ও নাছির নামে দুই ব্যক্তি নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে এই সংঘর্ষ ঘটে।নিহতরা হলেন সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের নাড়িয়াগদাই গ্রামের মুন্নাফ (৪২) ও তাঁর মামাতো ভাই পাইকশা গ্রামের নাছির (৩৫)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে নাড়িয়াগদাই বাজারে ক্রয় করা জমিতে মুন্নাফ হোসেন ঘর তুলতে যান। এ সময় প্রতিপক্ষের গোলাম আজম বাচ্চু জমির মালিকানা দাবি করে ঘর তুলতে বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে ঘটনাস্থলেই মুন্নাফ এবং সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে নাছির মারা যান। সংঘর্ষে রওশন, মাহতাব, সামাদ, আকরাম ও ইয়াছিন আহত হন।গুরুতর আহত অবস্থায় রওশন ও মাহতাবকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।এদিকে, পাবনার পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান সংঘর্ষ ও দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পাবনায় জমি নিয়ে সংঘর্ষে দুজন নিহত
0
Share.