বহুবিবাহ নিরুৎসাহিত করে আফগানিস্তানে তালেবানের ডিক্রি জারি

0

ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানের তালেবানের প্রধান সংগঠনটির নেতা ও যোদ্ধাদের বহুবিবাহ না করার আহ্বান জানিয়ে একটি ডিক্রি জারি করেছেন। একজন মুসলিম ধর্মমতে একাধিক স্ত্রী রাখার অনুমতি পান এবং আফগানিস্তান, পাকিস্তানসহ মুসলিমপ্রধান অনেক দেশে বহুবিবাহ বৈধ। তালেবান সূত্র জানিয়েছে, এই প্রথার ফলে ‘ব্রাইড প্রাইস’ দিতে তাদের দলের যোদ্ধাদের মধ্যে অর্থের চাহিদা দিন দিন বাড়ছে।আফগানিস্তান ও পাকিস্তানের পাশতুন জাতিগোষ্ঠীর মধ্যে বিয়ের আগে বর পক্ষ থেকে কনের পরিবারকে অর্থ দিতে হয়, এটা ‘ব্রাইড প্রাইস’ নামে পরিচিত।

কী বলা হয়েছে ডিক্রিতে?আফগান তালেবান প্রধান মোল্লা হিবাতুল্লাহর নাম দিয়ে জারি করা দুই পাতার ওই ডিক্রিতে পুরুষদের দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ বিয়ে নিষিদ্ধ করা হয়নি। কিন্তু সতর্ক করে বলা হয়েছে, বিয়ের অনুষ্ঠানে যে পরিমাণ অর্থ ব্যয় হয় সেটা তালেবান বিরোধীদের সমালোচনা করার সুযোগ করে দেয়।ডিক্রিতে বলা হয়, ‘যদি সব নেতা এবং যোদ্ধা বহুবিবাহ এড়িয়ে চলেন, তবে তাঁদের দুর্নীতিতে জড়িয়ে পড়া বা বেআইনি কিছু করার প্রয়োজন পড়বে না।’ওই ডিক্রিতে কিছু ব্যতিক্রমও রাখা হয়েছে। যেসব পুরুষের পূর্বের স্ত্রী বা স্ত্রীদের ঘরে সন্তান নেই বা ছেলে সন্তান নেই তারা বহুবিবাহ করতে পারবেন। এ ছাড়া, যারা বিধবাদের বিয়ে করতে চান অথবা পারিবারিকভাবে সম্পদশালী পুরুষদের বহুবিবাহের অনুমতি দেওয়া হয়েছে।তবে উপরের কারণে একজন পুরুষ যদি একাধিক বিয়ে করতে চান তবে তাকে বিয়ের আগে সরাসরি তার সুপারভাইজারের কাছ থেকে অনুমতি নিতে হবে।

Share.