ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানের নিরাপত্তা ঘিরে যেন কোন ঝুঁকি তৈরি না হয় সে লক্ষ্যে মার্কিন আইনপ্রয়োগকারী সংস্থাগুলো ন্যাশনাল গার্ড সৈন্যদের যাচাই বাছাই করে দেখছে।ন্যাশনাল গার্ড ব্যুরোর প্রধান ড্যানিয়েল হোকানসনকে রোববার সিবিএসের পক্ষ থেকে ওয়াশিংটনে আসা সৈন্যদের যাচাই বাছাই করা হচ্ছে কিনা প্রশ্ন করা হয়। জবাবে তিনি জানান, সিক্রেট সার্ভিস ও এফবিআই এ কাজটি করছে। গত ৬ ই জানুয়ারি পার্লামেন্টে ভবনে হামলার পর হামলাকারীদের কারো কারো সাথে সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক নিয়ে অভিযোগ এসেছে। বলা হচ্ছিল হামলাকারীদের কারো কারো সাথে সেনাবাহিনীর সম্পর্ক রয়েছে অথবা আগে ছিল। আবারো সহিংস হামলার আশংকায় বাইডেনের শপথ অনুষ্ঠানকে ঘিরে ওয়াশিংটন ডিসি সহ এর আশেপাশের অঞ্চলে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
নিরাপত্তা নিশ্চিতে সৈন্যদের খুঁটিয়ে দেখছে এফবিআই
0
Share.