‘ভ্যাকসিন নিয়ে অসম নীতির কারণে বিপর্যয়কর নৈতিক ব্যর্থতার মুখে বিশ্ব’

0

ডেস্ক রিপোর্ট: করোনা ভাইরাসের টিকা নিয়ে অসম নীতির কারণে বিপর্যয়কর নৈতিক ব্যর্থতার মুখে বিশ্ব। এমন সতর্কতা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডরোস আধানম ঘ্রেব্রেয়েসাস। তিনি বলেছেন, দরিদ্র দেশগুলোতে ঝুঁকিতে থাকা মানুষের আগে ধনী দেশগুলোর যুবশ্রেণি এবং সুস্থ মানুষের টিকা নেয়া মোটেও ঠিক নয়। তিনি আরো বলেছেন, ৪৯টি ধনী দেশে এরই মধ্যে বিতরণ করা হয়েছে ৩ কোটি ৯০ লাখ টিকা। অন্যদিকে সে তুলনায় দরিদ্র দেশগুলো অনেক কমই টিকা পেয়েছে। ওদিকে করোনা মোকাবিলা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চীন- উভয়েরই সমালোচনা করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

Share.