ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানের নিরাপত্তা মহড়ার সময় সোমবার ইউএস ক্যাপিটলের কিছুটা দূরে একটি অস্থায়ী তাঁবুতে আগুন লাগে। এরপর সাময়িকভাবে বন্ধ রাখা হয় ক্যাপিটল। নিউইয়র্ক পোস্ট ও বিবিসির খবরে একথা জানানো হয়। নিরাপত্তাজনিত সতর্কবার্তার কারণে আগেই প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানের মহড়া বাতিল করা হয়েছে। তবে এ অনুষ্ঠানের অন্যান্য অংশের মহড়া চলছিল। আগুনের খবরে মহড়ায় অংশগ্রহণকারীদের ক্যাপিটল থেকে বাইরে বের করে নিরাপদ জায়গায় নেওয়া হয়।গণমাধ্যম জানায়, সোমবার ক্যাপিটল থেকে কিছু দূরে একটি অস্থায়ী তাঁবুতে আগুন লেগে যায়। সেই তাঁবুতে কেউ ছিল না। ওই আগুনে বিপুল ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে কিছুক্ষণের মধ্যেই ওয়াশিংটন ডিসির অগ্নিনির্বাপণ কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। বুধবারের জো বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে আগে থেকেই নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ওয়াশিংটন ডিসিকে। গত ৬ জানুয়ারি জো বাইডেনের বিজয় প্রত্যয়নের দিন ট্রাম্প-সমর্থকদের ইউএস ক্যাপিটলে হামলার পর মার্কিন পার্লামেন্ট ভবনটি ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইউএস ক্যাপিটলের অদূরে আগুন
0
Share.