বিনোদন ডেস্ক: মার্শাল আর্ট হিরো রুবেল। অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও দারুণ সফল তিনি। ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘চারিদিকে অন্ধকার’, ‘রক্ত পিপাসা’, ‘বিচ্চু বাহিনী’ ও ‘প্রবেশ নিষেধ’সহ বেশকিছু ব্যবসা সফল ছবি পরিচালনা করেন তিনি। তার প্রায় ছবিতে দেখা যেতো খল অভিনেতা চিতাকে। এই অভিনেতা ‘লড়াকু সন্তান’ শিরোনামের একটি ছবি প্রযোজনা করেন। সেটির পরিচালনায় ছিলেন তার গুরু ও অভিনেতা রুবেল। কিন্তু ছবিটি রুবেলের কারণে সঠিক সময়ে শেষ করতে পারেননি বলে অভিযোগ করেন চিতা। এমনকি ক্যারিয়ারে চিতা সফল না হওয়ার জন্যও রুবেলকে দায়ী করেন। তিনি বলেন, আমি ‘লড়াকু সন্তান’ শিরোনামের একটি ছবি প্রযোজনা করেছি। এই ছবির জন্য সাভারে আমার সম্পত্তি বিক্রি করেছি। ছবির তিনদিনের শুটিংয়ের জন্য আমার গুরু রুবেল সাহেব আমাকে দেড় বছর ঘুরিয়েছেন। অথচ একই সময়ে আমার টাকা দিয়ে উনার নিজের ছবির শুটিং শেষ করেছি। মুক্তির ব্যবস্থা করেছি। আমার ছবিটি এখনো এফডিসিতে পড়ে আছে। এদিকে দীর্ঘদিন পর্দায় রুবেলের নতুন কোনো ছবি নেই। সম্প্রতি ‘একাত্তরের গেরিলা কমান্ডার’ শিরোনামের একটি ছবির শুটিং শেষ করেছেন তিনি। এটি পরিচালনা করেছেন মিজানুর রহমান শামিম।
রুবেল দায়ী!
0
Share.