স্পোর্টস ডেস্ক: ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন রূপকথা লিখল ভারত। চোটে জর্জরিত দল নিয়ে চতুর্থ ইনিংসে ৩২৮ রানের পাহাড় টপকে অস্ট্রেলিয়াকে তিন উইকেটে হারিয়েছে সফরকারীরা। দীর্ঘ ৩২ বছর পর ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল আজিঙ্কা রাহানের দল। এমন স্মরণীয় জয়ের জন্য ভারতীয় ক্রিকেটারদের পাঁচ কোটি রুপি বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিসিআই। আজ মঙ্গলবার টেস্টের শেষ দিন চতুর্থ ইনিংসে ভারত দেখাল বুক চেতানো লড়াই। মাটি কামড়ে পড়ে থেকে শেষ পর্যন্ত জয়ের উচ্ছ্বাসে ভাসল অতিথিরা। ম্যাচ জয়ের পাশাপাশি বোর্ডার-গাভাস্কার ট্রফিও উঁচিয়ে ধরল সফরকারীরা। চার ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ভারত। ১৯৮৮ সালে শেষবার ব্রিসবেনে হেরেছিল ভারত। এই ভেন্যুতে চতুর্থ ইনিংসে এত রান করার রেকর্ডও ছিল অনেক আগের। ১৯৫১ সালে চতুর্থ ইনিংসে ২৩৪ রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। এত বছর পর সেই রেকর্ড নিজেদের করে নিয়েছে ভারত। এখন ব্রিসবেনে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয় পাওয়া দলের নাম ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে এটি ভারতের টানা দ্বিতীয় টেস্ট সিরিজ জয়। ঐতিহাসিক এই জয়ের পর বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী ও সচিব জয় শাহ টুইটারে বোনাসের ঘোষণা দেন। টুইটারে সৌরভ লিখেছেন, ‘এক কথায় অবিশ্বাস্য জয়। অস্ট্রেলিয়ায় গিয়ে এভাবে একটা টেস্ট সিরিজ জয় ভারতীয় ক্রিকেট ইতিহাসে সারাজীবন স্মরণীয় হয়ে থাকবে। দলের জন্য বিসিসিআই পাঁচ কোটি রুপি বোনাস ঘোষণা করছে। এই জয়ের মূল্য যে কোনো সংখ্যাকে ছাড়িয়ে যায়। সফরকারী দলের প্রত্যেক সদস্যকে জানাই অভিনন্দন।’
পাঁচ কোটি রুপি বোনাস পাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা
0
Share.