করোনার বিরুদ্ধে লড়তে ১০ নির্বাহী আদেশে বাইডেনের সই

0

ডেস্ক রিপোর্ট: প্রাণঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে ১০টি পৃথক নির্বাহী আদেশে সই করেছেন সদ্য শপথ নেওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনবিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, টিকাদান কর্মসূচি আরও জোরদার করা এবং করোনার পরীক্ষার গতি আরও বাড়ানো হবে। প্রয়োজনীয় জিনিষ যেমন মাস্কের উৎপাদন বাড়াতে জরুরি আইনের প্রয়োগ করা হবে। ১০টি প্রদক্ষেপের কথা ঘোষণা করে বাইডেন বলেছেন, মহামারি পরাস্ত করতে কয়েক মাস সময় লাগবে কিন্ত সবাই এক হলে আমেরিকা এর মধ্যে দিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের একদিন পরেই এমন পদক্ষেপ নিলেন বাইডেন।বাইডেন ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট বিভাগকে এক মাসের মধ্যে ১০০টি কমিউনিটি টিকাকেন্দ্র স্থাপনের নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন। পাশাপাশি বাইডেন প্রশাসনের পক্ষ থেকে ১০০ দিনের মধ্যে ১০ কোটি মানুষকে টিকার আওতায় নিয়ে আসার পরিকল্পনার কথা জানানো হয়েছে।

Share.