ডেস্ক রিপোর্ট: নতুন বা বিচিত্র কিছু প্রতি মানুষের সবসময়ই আগ্রহ রয়েছে। আর প্রকৃতির মাঝে নতুন নতুন আবিষ্কার অনেক সময় মানুষের মনকে উদ্বেলিত করে। এমনকি এমন আবিষ্কার পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থানও হয়ে উঠে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতেও প্রকৃতির এমনই অদ্ভুত সুন্দর রূপ আবিষ্কৃত হয়েছে।আমিরাতে গোলাপি রঙয়ের একটি হ্রদের সন্ধান পাওয়া গেছে। দেশটির রাস আল খাইমাহ’তে এই হ্রদ আবিষ্কার করেছেন আমিরাতের এক কিশোর।১৯ বছর বয়সী আমিরাতি ফটোগ্রাফার আম্মার আল ফার্সি সুন্দর এই হ্রদের ছবি তুলেছেন। রাস আল খাইমাহ’র উত্তরে আল সারায়া দ্বীপে এই হ্রদের সন্ধান পেয়েছেন শারজাহ’র বাসিন্দা আম্মার। আল খালিজ ডেইলি জানিয়েছে, হ্রদটির দৈর্ঘ্য ৪০ মিটার এবং প্রস্ত ১০ মিটার।এই হ্রদটি আরব উপসাগর থেকে মাত্র ১০০ মিটার দূরে অবস্থিত। আমিরাতের পরিবেশ সুরক্ষা ও উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিচালক ড. সাইফ আল গিয়াস বলেছেন, পানিতে থাকা লাল শৈবালের কারণে হ্রদের পানি গোলাপি হয়ে থাকতে পারে। এ ধরনের হ্রদে সাধারণত লাল শৈবাল পাওয়া যায়।তিনি আরও বলেন, হ্রদের কিছু পানি নিয়ে পরীক্ষা করার পরই আমরা এই রঙ নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারবো।
আমিরাতে গোলাপি হ্রদের সন্ধান
0
Share.