স্পোর্টস ডেস্ক: মহাকাশে সফলভাবে ১৪৩টি স্যাটেলাইট পাঠিয়ে রেকর্ড সৃষ্টি করেছে এলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেসএক্স। একটি মাত্র উৎক্ষেপকের সাহায্যে এই নজির গড়ে প্রতিষ্ঠানটি।ট্রান্সপোর্টার-১ নামে ওই উৎক্ষেপকের সাহায্যে মহাকাশে রেকর্ডসংখ্যক স্যাটেলাইট পাঠানো হয়। এর মধ্য দিয়ে মহাকাশে স্যাটেলাইট পাঠানোর ক্ষেত্রে ভারতের একটি রেকর্ডও ভেঙেছে স্পেসএক্স।২০১৭ সালের ফেব্রুয়ারি মহাকাশে ১০৪টি স্যাটেলাইট পাঠিয়েছিল ভারত। রোববার মহাকাশে যে স্যাটেলাইটগুলো উৎক্ষেপ করে স্পেসএক্স, সেগুলোর মধ্যে সরকারি ও বাণিজ্যিক স্যাটেলাইটও রয়েছে।এর আগে খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পর ফ্লোরিডায় স্পেসেক্সের উৎক্ষেপণ কেন্দ্র থেকে ট্রান্সপোর্টার-১ ছোট ওই স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণ করেছে। এদিকে মহাকাশে প্রেরণ করা ১৪৩ স্যাটেলাইটের মধ্যে ১৩৩টি বাণিজ্যিক এবং ১০টি স্পেসেক্সের নিজের মালিকাধীন প্রতিষ্ঠান স্টারলিংক ইন্টারনেটের।উল্লেখ্য, এসব স্যাটেলাইটের মাধ্যমে ২০২১ সালের মধ্যে বিশ্বের প্রায় সব জায়গায় ইন্টারনেট সুবিধা পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়েছে স্পেসএক্স।
এক রকেটে ১৪৩টি স্যাটেলাইট উৎক্ষেপণ স্পেসএক্সের
0
Share.