ঢাকা অফিস: রাজবাড়ী জেলা সদরের বেনী নগরে ক্যাপসিকাম চাষ করে সফলতা পেয়েছেন শহিদুল ইসলাম নামে এক যুবক। তার জমিতে প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলছে এখন ক্যাপসিকাম। ক্যাপসিকামের এমন ফলন দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসছেন বেকার যুবক ও কৃষকেরা।শহিদুল ইসলাম জানান, গত বছর প্রথমে ৩ বিঘা জমিতে ক্যাপসিকাম চাষ করেন। এতে ভাল ফলন ও লাভ হওয়াতে বর্তমানে ৭ বিঘা জমিতে ক্যাপসিকাম চাষ করেছেন।খবর পেয়ে রোববার ( ২৪ জানুয়ারি ) বিকেলে দেখার জন্য পরিদর্শনে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমি মো. সায়েফ ও সদর উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক বিশ্বাস। এ সময় শহিদুলকে সকল প্রকার সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন তারা।শহীদুলের ক্যাপসিকাম চাষ দেখতে আসা কয়েক জন যুবক জানান, বর্তমান বাজারে চাকরি যেন সোনার হরিণ তাই পড়াশোনা শেষ করে বসে না থেকে যাতে কিছু করা যায়, সে কারণেই দেখতে এসেছেন তারা। এমন একটি ফসল করে স্বাবলম্বী হওয়া যায় বলে মনে করেন তারা । সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. বাহাউদ্দিন শেখ ও সদর উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাফিজুর রহমান জানান, নিয়মিতভাবে ক্যাপসিকাম চাষে পরামর্শ প্রদান করা হচ্ছে। সদর উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক বিশ্বাস জানান, ক্যাপসিকাম চাষে বাণিজ্যিক একটি সফলতা আছে। সরকারের পৃষ্ঠপোষকতা থাকলে রাজবাড়ীতে ব্যাপকভাবে ক্যাপসিকাম উৎপাদন করা সম্ভব
ক্যাপসিকাম চাষে সফলতা শহিদুল ইসলামের
0
Share.