ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের রাজধানী রিয়াদে স্থানীয় সময় দুপুর ১২টা ৫২ মিনিটে বিকট এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর আল আরাবিয়ার।তবে বিস্ফোরণের পর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে দেখা গেছে, একটি ব্যালিস্টিক মিসাইলকে প্রতিহত করা হচ্ছে।ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা প্রায়ই সৌদি আরবে মিসাইল ও ড্রোন হামলা চালায়। শনিবারও তেমনই একটি হামলার ঘটনা ঘটে।ওইদিন আরব জোট জানায়, তারা একটি ‘শত্রু এয়ার টার্গেট’ প্রতিহত এবং ধ্বংস করেছে। সৌদি আরবকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছিল।আল-ওয়াদা আল-হাক ব্রিগেড নামে ইরাকের একটি সংগঠন ওই হামলার দায়িত্ব স্বীকার করে। তারা জানায়, বৃহস্পতিবার ইরাকে জোড়া বোমা হামলায় হতাহতদের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।ওই হামলার কারণে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের বেশ কয়েকটি ফ্লাইটের উঠানামাতে দেরি হয়। হামলার জন্য হুথিদের দিকে আঙুল তুলেছিল রিয়াদ। তবে হুথিরা হামলার বিষয়টি অস্বীকার করে।
রিয়াদের আকাশে বিকট শব্দে বিস্ফোরণ
0
Share.