বুকে ব্যথা নিয়ে হাসপাতালে গেলেন সৌরভ

0

স্পোর্টস ডেস্ক: বুকে ব্যথা নিয়ে হাসপাতালে গেলেন সৌরভ গাঙ্গুলি। ইএম বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত থেকেই বুকে ব্যথা অনুভব করেন সাবেক এই ক্রিকেটার। বুধবার দুপুরে ব্যথা বৃদ্ধি পেলে দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হয়। ঝুঁকি এড়াতে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এই মুহূর্তে ইএম বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। গ্রিন করিডর করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। এর আগে, গেল ২ জানুয়ারি শরীরচর্চা করার সময় আচমকাই মাথা ঘুরে পড়ে যান সৌরভ। বুকে যন্ত্রণা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সৌরভ গাঙ্গুলির হার্টে তিনটা ব্লক ধরা পড়ে। তখন বিখ্যাত হার্ট বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেঠী তাঁর চিকিৎসা করেন। তাঁর হার্টে ওই সময় রিং পড়ানো হয়। ঠিক কী কারণে সৌরভ হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, সেই সম্পর্কে নানা তথ্য উঠে আসে সেই সময়। জানা যায়, বয়স ৫০ ছুঁইছুঁই হলেও, বিগত ৫ বছরে কোনও ডাক্তারি পরীক্ষাই করাননি সৌরভ। তার উপর মারাত্মক কাজের চাপ। দুইয়ে মিলেই ধকল সইতে পারেনি তাঁর শরীর। তবে রাজনৈতিক চাপ সহ্য করতে না পেরেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন, এমন দাবিও উঠে আসে।

Share.