প্রজাতন্ত্র দিবসে ৩ রাফালের মহড়া দিল ভারত

0

ডেস্ক রিপোর্ট: অত্যাধুনিক যুদ্ধবিমান রাফালের মহড়া দিল ভারত। প্রজাতন্ত্র দিবসে ফ্রান্স থেকে আনা তিনটি রাফালের আলাদা এই মহড়াকে শত্রুপক্ষের জন্য সতর্কবার্তা বলে মনে করছে দেশটি।বুধবার (২৭ জানুয়ারি) ফ্রান্স থেকে তৃতীয় দফায় এল এই তিনটি রাফালে। এই নিয়ে ২০১৬ সালের চুক্তি অনুযায়ী ফ্রান্স মোট ১১টি রাফালে যুক্ত হলো ভারতীয় বিমানবাহিনীতে। এর আগে দুই দফা যথাক্রমে ৫টি ও ৩টি করে রাফালে সরবরাহ করে ফ্রান্স।ভারতীয় এয়ারফোর্সের দেওয়া তথ্যানুযায়ী জানা যায়, বুধবার (২৭ জানুয়ারি) ফ্রান্সের একটি এয়ারফোর্স ঘাঁটি থেকে একটানা ৮ ঘণ্টা উড়ে ভারতের মাটিতে নামে রাফালে তিনটি। ৭ হাজার কিলোমিটারের দীর্ঘ এই সফরে মাঝে একবার উড়ন্ত অবস্থায় জ্বালানি ভরে দেয় সংযুক্ত আরব আমিরাতের এয়ারফোর্সের একটি ট্যাংকার বিমান।ভারতীয় বিমানবাহিনী জানায়, ২০১৬ সালের সেপ্টেম্বরে ফ্রান্সের দাসাউ অ্যাভিয়েশন থেকে ৫৯ হাজার কোটি টাকা দিয়ে ৩৬টি রাফালে জেট কেনার চুক্তি করে ভারত। যখন লাদাখে চীনের সঙ্গে সংঘাতের আবহে ভারত, ঠিক তখন দেশটির হাতে এখন ১১টি রাফালে যুদ্ধবিমান।ভারতীয় গণমাধ্যম জানায়, প্রায় দুই দশক পর নতুন কোনও অত্যাধুনিক বিদেশি যুদ্ধবিমান হাতে পেয়েছে ভারত। ১৯৯৭ সালে দেশটির বিমানবাহিনীতে যুক্ত হয়েছিল রাশিয়ার তৈরি সুখোই যুদ্ধবিমান। তবে সম্প্রতি যুক্ত হওয়া রাফালেকে বলা হয় যুদ্ধে গেম চেঞ্জার। ইতিমধ্যেই এই বিমানকে লাদাখের প্রতিকূল আবহাওয়ায় মহড়া দিয়েছে ভারত। ভারতীয় বিমানবাহিনীর বর্ণনা মতে, রাফালে বিমানটি ১০ টন মাল বহন করতে সক্ষম। মাটি থেকে সমুদ্র বা আকাশের কোনও লক্ষ্যবস্তুকে আঘাত হানার ক্ষেত্রে এই অত্যাধুনিক এই যুদ্ধবিমানটির জুড়ি মেলা ভার। চতুর্থ প্রজন্মের ‘মিডিয়াম মাল্টি রোল কমব্যাট এয়ারক্র্যাফট’ রাফালে রয়েছে ‘ম্যাটিওর’ বিয়ন্ড ভিস্যুয়াল রেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইল, ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘স্কাল্প’ এবং ‘হ্যামার’ (হাইলি অ্যাজাইল অ্যান্ড ম্যানুভারেবল মিউনিশন এক্সটেন্ডেড রেঞ্জ) ক্ষেপণাস্ত্র। আকাশে উড়তে উড়তেই জ্বালানি ভরে নিতেও দক্ষ রাফালে।

Share.