বাংলাদেশ থেকে বিশেষ প্রতিনিধি: আগামীকাল সিলেটের দুটি পৌরসভা জকিগঞ্জ ও গোলাপগঞ্জ পৌরসভায় ভোট উৎসব হবে। প্রচার- প্রচারণা শেষে ভোট গ্রহণের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিলেট নির্বাচন কমিশন জানায়, ভোটকে কেন্দ্র করে গোলাপগঞ্জ ও জকিগঞ্জে থাকবে কড়া নিরাপত্তা জোরধার করা হয়েছে।প্রধান সড়ক থেকে শুরু করে নির্বাচনী এলাকায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ চেকপোস্ট ছাড়া দুটি পৌরসভায় ১৮টি ভোট কেন্দ্রগুলোতে থাকছে বাড়তি নিরাপত্তা। আজ শুক্রবার বিকেল থেকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভোটের সরঞ্জাম পৌঁছাবে ভোট কেন্দ্রে।পুলিশ সূত্র জানায়, সিলেটের জকিগঞ্জ পৌরসভায় ৯টি ভোটকেন্দ্র ও গোলাপগঞ্জ পৌরসভায় রয়েছে আরও ৯টি ভোট কেন্দ্র। এই দুটি পৌরসভার ১৮টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এবারের নির্বাচনে গোলাপগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার ২২ হাজার ৯শ ১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৬শ ৯৪ জন এবং মহিলা ভোটার ১১হাজার ৩শ ১৯ জন।অপরদিকে জকিগঞ্জে এবার মোট ভোটার ১২ হাজার ৩৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৩ জন এবং মহিলা ৬ হাজার ৩৪২ জন। ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা ও অরাজকতা ঠেকাতে দুটি পৌরসভায় নির্বাচনকে কেন্দ্র করে ৯জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। মাঠ পর্যায়ের ম্যাজিস্ট্রেটের পাশাপাশি জকিগঞ্জ ও গোলাপগঞ্জ পৌরসভায় দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
সিলেটে দুটি পৌরসভার ভোট আগামীকাল
0
Share.