আন্তর্জাতিক ফ্লাইটে আরও এক মাস নিষেধাজ্ঞা ভারতের

0

ডেস্ক রিপোর্ট:  করোনা সংক্রমণ রুখতে আন্তর্জাতিক বিমান চলাচলের উপর স্থগিতাদেশ আরও এক মাস বাড়িয়েছে ভারত। ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে।সংস্থাটি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক পণ্যবাহী বিমান এবং ডিজিসিএ’র তালিকাভুক্ত বিশেষ বিমানগুলোর ক্ষেত্রে এই নির্দেশিকা কার্যকর হবে না। ডিজিসিএ’র বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রয়োজনে নির্দিষ্ট কিছু রুটে নির্ধারিত কিছু বিমান চালানোর অনুমতি দিতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।উল্লেখ্য, গত বছর ২৩ মার্চ থেকে ভারতে যাত্রীবাহী আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ রয়েছে। তবে ‘বন্দে ভারত মিশন’ এবং ‘এয়ার বাবল’ চুক্তি অনুযায়ী কিছু বিমান চলছে। যুক্তরাষ্ট্র, জাপান, ফ্রান্স, জার্মানি, কেনিয়া, সংযুক্ত আরব আমিরাত, ভুটানসহ মোট ২৪টি দেশের সঙ্গে ‘এয়ার বাবল’ চুক্তি করেছে ভারত। এই চুক্তি অনুযায়ী বিশেষ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।জানা গেছে, ২০২০ সালে ভারতে ৬ কোটি ৩০ লাখ মানুষ বিমানে যাতায়াত করেছে। আগের বছরের তুলানায় যা ৫৬.২৯ শতাংশ কম। সরকারি তথ্য অনুযায়ী গত ডিসেম্বরে দেশটির মধ্যে ৭৩ লাখ ২৭ হাজার মানুষ বিমানে যাতায়াত করেছেন। এটি ২০১৯ সালের ডিসেম্বরের তুলনায় ৪৩.৭২ শতাংশ কম।

Share.