ডেস্ক রিপোর্ট: মহামারি করোনাভাইরাসের কারণে গেল মার্চে লকডাউন ঘোষণা করা হয় ভারতে। এসময় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সকল শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। তবে নিউ নরমালে ফেরার পর আগামী ৫ ফেব্রুয়ারি থেকে নবম ও দশম শ্রেণির ক্লাস শুরু করার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।সম্প্রতি ভারতে মহামারি করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন কর্মসূচি উদ্বোধনের পর করোনা শনাক্তের হার ক্রমশ কমছে বিধায় রাজধানী দিল্লিতে শিক্ষা-প্রতিষ্ঠান খোলার জন্য পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। তবে ক্লাসে উপস্থিতির জন্য অভিভাবকদের অনুমতি লাগবে শিক্ষার্থীদের। একইসঙ্গে শিক্ষা-প্রতিষ্ঠানকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।
দিল্লিতে ক্লাস শুরু হচ্ছে ৫ ফেব্রুয়ারি
0
Share.