স্পোর্টস ডেস্ক: চলতি বছরের শুরুতেই হৃদরোগে আক্রান্ত হন সৌরভ গাঙ্গুলি। প্রথম দফায় একটি রক্তনালীতে একটি স্টেন্ট লাগিয়ে ছেড়ে দেয়া হয়েছিল। দ্বিতীয় দফায় আরও দুটি স্টেন্ট লাগানো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতিকে। হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে, আইসিইউ থেকে সাধারণ কেবিনে নেয়া হয়েছে তাকে। ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, গেল বৃহস্পতিবার দুটি স্টেন্ট বসানোর পর রাতে কোনও সমস্যা হয়নি প্রিন্স অব কলকাতা খ্যাত এই তারাকা। পরীক্ষা করার পর, অ্যাপোলো হাসপাতালের কেবিনে স্থানান্তরিত করা হয়। সব কিছু ঠিক থাকলে, রোববার ছেড়ে দাওয়া হতে পারে সৌরভকে। অপারেশন সফল ও সৌরভ ঠিক আছে বলে চিকিৎসক আফতাব খান জানিয়েছেন, আগামী এক বছর সাবধানে থাকতে হবে ভারতের সাবেক অধিনায়ককে। এদিকে ৪৮ বছর বয়সী সৌরভের চিকিৎসার জন্য বৃহস্পতিবার কলকাতায় আসেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি ও অশ্বিন মেহতা। প্রায় দেড় ঘণ্টা ধরে পর্যবেক্ষণের পর শুরু হয় চিকিৎসকদের বোর্ড মিটিং। এক ঘণ্টার মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে এদিনই বসানো হবে দুটি স্টেন্ট।পৌনে তিনটের সময় সৌরভকে ক্যাথল্যাবে নিয়ে যাওয়া হয়। ৩টার পর শুরু হয় অ্যানজিওগ্রাম। তারপরই দুটি স্টেন্ট বসানো হয়। দেবী শেঠি, অশ্বিন মেহতার উপস্থিতিতে অস্ত্রোপচার করেছেন আফতাব খান।
সৌরভকে কেবিনে স্থানান্তর
0
Share.