ডেস্ক রিপোর্ট: নিজের প্রতিষ্ঠানের কর্মীদের স্ত্রীদেরও নিয়মিত বেতন দেয়ার কথা ভাবছেন সংযুক্ত আরব আমিরাতের একজন ব্যবসায়ী। শারজাহ ভিত্তিক ওই ব্যবসায়ী ড. সোহান রায় অ্যারিস গ্রুপ অব কোম্পানিজের মালিক। করোনাভাইরাস মহামারির সময় নিজের কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের কমিটমেন্ট থেকে খুবই মুগ্ধ হয়েছে রায়। এরপরই তিনি নিজের কর্মী ও তাদের পরিবারের সদস্যদের পুরস্কৃত করার চিন্তা করেন।এই মুহূর্তে কর্মীদের স্ত্রীদের ডাটাবেজ সংগ্রহ করছে কোম্পানি ম্যানেজমেন্ট। একজন কর্মীর কতদিন ধরে ড. সোহানের কোম্পানিতে কাজ করছেন, তার ভিত্তিতে ওই ব্যক্তির স্ত্রীকে বেতন দেয়া হবে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।ভারতের কেরালায় জন্ম হয়েছে ড. সোহানের। তিনি অ্যারিস গ্রুপ অব কোম্পানিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সিইও। ড. সোহান বলেন, কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা যে কঠোর পরিশ্রম করেছে, সেটার মূল্য দেয়ার সময় এসেছে।করোনার এই কঠিন সময়েও কোনও কর্মীকে চাকরিচ্যুত করেনি অ্যারিস গ্রুপ। কাটা হয়নি কারও বেতনও। কিন্তু হঠাৎ করে ড. সোহানের মাথায় কিভাবে এই আইডিয়া এলো। গৃহবধূদের সামাজিকভাবে আরও ক্ষমতায়ন করতে ২০১২ সালে ভারতের শিশু ও নারী উন্নয়ন প্রতিমন্ত্রী কৃষ্ণা তিরাথ এমন প্রস্তাব উত্থাপন করেছিলেন।এছাড়া গত মাসে ভারতের সুপ্রিম কোর্ট একটি দুর্ঘটনার মামলায় যে রায় দিয়েছেন সেখান থেকেও এই আইডিয়া মাথায় এসেছে ড. সোহানের। রায়ে আদালত বলেন, একজন কর্মজীবী স্বামীর চেয়ে একজন গৃহবধূর মূল্য কোনও অংশেই কম নয়।
কর্মীদের স্ত্রীদেরও বেতন দেবেন আমিরাতের ব্যবসায়ী
0
Share.