ভুলে স্যানিটাইজার পান করলেন কর্মকর্তা

0

ডেস্ক রিপোর্ট: ভারতীয় এক কর্মকর্তা পানি ভেবে হ্যান্ড স্যানিটাইজার পান করেছেন। ‍বুধবার মহারাষ্ট্রের বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের (বিএমসি) শিক্ষা বাজেট ঘোষণার সময় এই ঘটনা ঘটেছে। পানি ও স্যানিটাইজারের বোতল পাশাপাশি রাখা ছিল। এমন সময় ভুল করে স্যানিটাইজার পান করেন করপোরেশনের ডেপুটি পৌর কমিশনার রমেশ পাওয়ার।বাজেট উপস্থাপনের আগের পানি পান করতে চেয়েছিলেন রমেশ পাওয়ার। কিন্তু পানির বোতল না তুলে স্যানিটাইজারের বোতল থেকে পান করেন তিনি। সহকর্মীরা তার ভুল ধরিয়ে দিলে তিনি দ্রুত সেই তরল ফেলে দেন। পরে ওই ঘটনার একটি ভিডিও টুইট করে বার্তা সংস্থা এএনআই। এরপর সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।স্যানিটাইজার পান করে ফেললেও বাজেট ঠিকঠাকভাবে উপস্থাপন করেছেন রমেশ পাওয়ার। স্যানিটাইজার পান করে হল থেকে বেরিয়ে যান রমেশ পাওয়ার। কিছুক্ষণ বিরতির পর আবারও সবার সামনে হাজির হন এই কর্মকর্তা। পরে বাজেট উপস্থান করেন তিনি। তার স্বাস্থ্যগত কোনও সমস্যা হয়নি বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

Share.