ঢাকা অফিস: দিনাজপুরের সদর উপজেলায় বাসের চাপায় অটোরিকশার আরোহী শিশুকন্যাসহ মা নিহত হয়েছেন। এ সময় আহত হন অটোচালক। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার আনসার ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিল্পী বেগম (৩৫) উপজেলা সদরের চাঁদগঞ্জ গ্রামের রেজাউলের স্ত্রী ও সুয়ামণি (৪) তাঁর মেয়ে। অটোচালকের নাম জানা যায়নি।দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, আজ বিকেলে দিনাজপুর-রংপুর সড়কের আনসার ক্লাবের সামনে একটি বাসের চাকায় পিষ্ট হয়ে অটোআরোহী শিল্পী বেগম ও শিশুকন্যা সুয়ামণি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হন অটোচালক। আহত অটোচালককে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ওসি আরো জানান, জেলার ১০ মাইল এলাকা থেকে বাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দিনাজপুরে বাসের ধাক্কায় মা-মেয়ে নিহত
0
Share.