ডেস্ক রিপোর্ট: মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন বিচার শুরু করার মতো যথেষ্ট ক্ষমতা সিনেটের নেই বলে মন্তব্য করেছেন ট্রাম্পের আইনজীবীরা। এদিকে, সিনেটে অভিশংসন বিচার প্রত্যয়নের আবেদন প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। আইনজীবীদের মাধ্যমে তিনি এ আবেদন প্রত্যাখ্যান করেন। সংবাদমাধ্যম সিএনএন ও বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানানো হয়। কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটে ডেমোক্র্যাটদের অভিযোগ প্রত্যয়নের আহ্বান প্রত্যাখ্যানের কথা জানিয়ে ট্রাম্পের আইনজীবী ব্রুস ক্যাস্টর ও ডেভিড শোয়েন বলেন, ‘অভিযোগ প্রমাণ করা তো হাউস অব রিপ্রেজেন্টেটিভস সদস্যদের বিষয়। ট্রাম্প কেন সেই বোঝা বইতে যাবেন।’ গত ৬ জানুয়ারি ওয়াশিংটনে ইউএস ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহে উস্কানির দায়ে অভিশংসন প্রস্তাব পাস হয় নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টিভসে। পরে ডেমোক্র্যাট হাউস সদস্য জেমি রাসকিনের নেতৃত্বে সিনেটে অভিশংসন বিচারের লক্ষ্যে অভিযোগ জমা দেওয়া হয়।এরই মধ্যে মেয়াদ শেষ হওয়ায় ক্ষমতা ছাড়েন ট্রাম্প। দায়িত্ব নেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন ইতিহাসে প্রথম কোনো সাবেক প্রেসিডেন্টকে নিয়ে সিনেটে অভিশংসন বিচার হতে যাচ্ছে। রিপাবলিকানদের আহ্বানে দুই সপ্তাহ সময় দেওয়া হয় ট্রাম্পের আইনজীবীদের। আগামী ৮ ফেব্রুয়ারির পর সিনেটে বিচার শুরু করার কথা রয়েছে।১৪ পৃষ্ঠার অভিযোগ বিবরণীতে ক্যাপিটল হিলের সহিংসতায় ট্রাম্পের উসকানি নেই বলেও দাবি করেছেন ট্রাম্পের আইনজীবীরা।অভিশংসন বিচার শুরু হওয়ার এক সপ্তাহ আগে ট্রাম্পের আইনজীবী ও ডেমোক্র্যাটদলীয় প্রসিকিউটররা যাঁর যাঁর অবস্থান ব্যাখ্যা করেছেন।ট্রাম্পের আইনজীবীরা আরো বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে তাদের মক্কেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এখন তার অভিশংসনের শুনানি করতে পারে না সিনেট।তা ছাড়া সিনেটে অভিশংসনে দুই তৃতীয়াংশ সিনেটরের ভোট প্রয়োজন হয়। বর্তমানে ১০০ সিটের ৫০টিতে ডেমোক্র্যাট ও ৫০টিতে রিপাবলিকান সিনেটর রয়েছেন। ফলে ডেমোক্র্যাট ৫০ জন বাদেও অন্তত ১৭ জন রিপাবলিকান সিনেটরের ট্রাম্পের বিরুদ্ধে ভোট প্রয়োজন হবে। যা হয়তো সম্ভব হবে না।
‘ট্রাম্পের অভিশংসনের বিচার শুরুর যথেষ্ট ক্ষমতা সিনেটের নেই’
0
Share.