বিক্ষোভ ঠেকাতে মিয়ানমারে ইন্টারনেট বন্ধ

0

ডেস্ক রিপোর্ট: গণবিক্ষোভ ঠেকাতে দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে মিয়ানমারের সামরিক শাসকরা। গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকেই দেশটিতে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। ইয়াঙ্গুনসহ দেশটির বড় বড় শহর রাস্তায় নেমে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ।এর আগে যেদিন মিয়ানমারে অভ্যুত্থান হয়, সেদিন দেশটির বিভিন্ন শহরে ইন্টারনেট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল সেনাবাহিনী। পর্যবেক্ষক গ্রুপ নেটব্লকস ইন্টারনট অবজারভেটরি জানিয়েছে, প্রায় পুরো দেশে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছেমিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুনে বিক্ষোভকারীরা সামরিক অভ্যুত্থান বিরোধী স্লোগান দেয়। এসময় তারা ‘সামরিক স্বৈরশাসক, ব্যর্থ, ব্যর্থ, গণতন্ত্র জয়ী, জয়ী’ বলে স্লোগান দেয়। তবে বিক্ষোভকারীদের সিটি সেন্টারে আসতে দেয়নি পুলিশ। বরং শিল্ড দিয়ে তাদের আটকে দেয় দাঙ্গা পুলিশ।ইন্টারনেট বন্ধ করার কয়েক ঘণ্টা আগে টুইটার ও ইন্সটাগ্রাম ব্লক করে দেয় মিয়ানমারের সামরিক সরকার। যাতে করে মানুষ বিক্ষোভ সংঘটন করতে পারে। এর একদিন আগে মিয়ানমারে ফেসবুক নিষিদ্ধ করা হয়।তবে অনেক ইন্টারনেট ব্যবহারকারী বিধিনিষেধ থেকে বাঁচতে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কস (ভিপিএন) ব্যবহার করছে। কিন্তু প্রায় পুরো দেশজুড়ে এই ইন্টারনেট ব্লাকআউটের কারণে তাদের সেবাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সেনা সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে ইন্টার প্রোভাইডার এবং মোবাইল নেটওয়ার্ক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিভিন্ন সিভিল সোসাইটি। এদিকে ইন্টারনেট সেবা বন্ধকে ‘জঘন্য ও বেপরোয়া’ বলে মন্তব্য করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

Share.