ইয়েমেন যুদ্ধ নিয়ে বাইডেনের সিদ্ধান্তকে স্বাগত হাউথি ও ইরানের

0

ডেস্ক রিপোর্ট: হাউথি সরকার ইয়েমেনে যুদ্ধ বন্ধ ও হাউথিদের সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিতে বাইডেন প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে ভুল শোধরানোর প্রথম পদক্ষেপ বলে মন্তব্য করেছে ইরান।বিষয়টি নিয়ে সৌদি আরবের সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতাগ্রহণের পর থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত সব সিদ্ধান্ত বাতিল করছেন। যার মধ্যে উল্লেখযোগ্য ইয়েমেন ইস্যু। গত সপ্তাহে ইয়েমেনে যুদ্ধ বন্ধে সৌদির প্রতি আহ্বান জানান বাইডেন।এছাড়া হাউথিদের সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনাও করছে তার প্রশাসন।গতকাল শনিবার (৬ ফেব্রুয়ারি) বাইডেনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হাউথি সরকার। তাদের দাবি, ইয়েমেনে যুদ্ধ নয় শান্তি চায় তারা।

Share.