আইসিসির প্রথম মাস সেরা খেলোয়াড় ঋষভ পন্থ

0

স্পোর্টস ডেস্ক: প্লেয়ার অব দ্য মান্থ তথা মাস সেরা খেলোয়াড় পুরস্কারের রীতি চালু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রথম পুরস্কারটি পেয়েছেন ভারতের ঋষভ পন্থ। দুর্দান্ত পারফরমেন্স করায় জানুয়ারি মাসের সেরা ক্রিকেটার তাকেই নির্বাচন করা হয়েছে।সোমবার টুইট পোস্টে আইসিসি জানিয়েছে, ‘মনে রাখার মতো একটা মাস হতে চলেছে ঋষভ পন্থ আর ভারতের জন্য। প্রথম আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হওয়ার তাকে অভিনন্দন।’ইংল্যান্ড অধিনায়ক জো রুট ও আয়াল্যান্ড ওপেনার পল স্টার্লিংও ছিলেন পন্থের সঙ্গে সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে। পারফরমেন্সের ভিত্তিতে তিনজনতে বাছাইয়ের পর অনলাইন ভোটে সেরা নির্বাচিত হলেন ২৩ বছর বয়সী এই তারকা।অস্ট্রেলিয়া সফর থেকেই দারুণ ফর্মে আছেন ভারতীয় উইকেটরক্ষক। ব্রিসবেনে ৯৭ রানের ইনিংস খেলেছিলেন। গাব্বায় অপরাজিত ৮৯ রান করে টেস্ট জিতিয়েছিলেন দলকে।এদিকে মাস সেরা নারী খেলোয়াড় হয়েছেন দক্ষিণ আফ্রিকার শাবনিম ইসমাইল। জানুয়ারিতে তিন ওয়ানডেতে সাত উইকেট তুলেছেন। পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে পাঁচ উইকেট তুলেছিলেন ৩২ বছর বয়সী এই পেসার।

Share.