বাংলাদেশ থেকে নড়াইল জেলা প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে তেরখাদা উপজেলার বিভিন্ন এলাকায় হাতধোয়া সার্ভিস ক্যাম্পেইনসহ স্টিকার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তেরখাদার জয়সেনা, আটলিয়া ও পূর্বকাটেঙ্গা পল্লীসমাজের উদ্যোগে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে হাতধোয়া ক্যাম্পেইন কর্মসূচী পালিত হয়। এছাড়া নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারি হেল্পলাইন নাম্বার সম্বলিত স্টিকার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাঠ সংগঠক লিপি বিশ্বাস, পল্লীসমাজের নেত্রী আলেয়া খাতুন, সুনীতা রানী, চৈতি বেগম, পারুল রানী, শাহিদা বেগম, ময়না বেগম, লাকি বেগমসহ অনেকে। করোনাভাইরাস প্রতিরোধে টিকা নেয়ার পাশাপাশি নিয়মানুযায়ী হাতধোয়া, মাস্ক পরিধানসহ সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন পল্লীসমাজের সদস্যবৃন্দ। বাড়ি বাড়ি গিয়ে নারী, শিশু-কিশোরসহ বিভিন্ন পেশার মানুষকে এসব বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন করেন তারা।
তেরখাদায় হাতধোয়া সার্ভিস ক্যাম্পেইনসহ স্টিকার বিতরণ
0
Share.