ডেস্ক রিপোর্ট: ভেরিফিকেশন নিয়ে সোশ্যাল মিডিয়ার পক্ষপাতিত্বের কড়া সমালোচনা করেছে তুরস্ক। ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) মুখপাত্র ওমের চেলিক এ নিয়ে প্রশ্ন তুলেছেন। সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে তিনি ‘ডিজিটাল ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্রেরও’ অভিযোগ তোলেন।চেলিক বলেন, সোশ্যাল মিডিয়া এটিকে জাতির ইচ্ছা, জাতীয় সার্বভৌমত্ব এবং আইনের বিরুদ্ধে একটি মেকানিজম হিসেবে পরিণত করছে। এটা এক ধরনের ‘ডিজিটাল ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্রও’ বলেও অভিযোগ করেন চেলিক।তিনি বলেন, পিকেকে (সন্ত্রাসবাদী গ্রুপ) নেতাদের অ্যাকাউন্ট কেন ভেরিফাই করা হচ্ছে যখন টার্কিশ রিপাবলিক অব নদার্ন সাইপ্রাস (টিআরএনসি) কর্তৃপক্ষকে কেন বঞ্চিত করা হচ্ছে? দিয়ারবারির মাদার্স (প্রোটেস্টিং দ্য পিকেকে) টুইটার অ্যাকাউন্টটি ব্লক করে দেয়া হয়েছে। এখানে স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নেয়ার পেছনে নীতিগুলো কি?চেলিক বলেন, আবার মুসলিমদের জন্য অপমানজনক পোস্টগুলো কিন্তু ঠিকই সরিয়ে দেয়া হয় না। তিনি বলেন, মুহাম্মদ (সা.) এবং মুসলিমদের বিরুদ্ধে ঘৃণামূলক টুইটগুলো আপনারা ব্লক করে দেন না কেন? কোন আদালত বা নীতি অনুসারে আপনার কাজ করেন? এগুলো স্পষ্ট করে জানতে হবে।ভেরিফিকেশন এবং ব্লক করার জন্য সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কগুলোকে আরও সুসংগত এবং নীতিগত পদ্ধতি গ্রহণের আহ্বান জানিয়েছেন চেলিক।
সোশ্যাল মিডিয়ার ভেরিফিকেশন নিয়ে তুরস্কের অসন্তোষ
0
Share.