ডেস্ক রিপোর্ট: ভারতের পশ্চিমবঙ্গে ১১ মাস বন্ধ থাকার পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠানের একাংশ। করোনায় স্বাস্থ্যবিধি মেনে শুধু একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্যই আপাতত খোলা হয়েছে কলেজ। পরে ধাপে-ধাপে খোলা হবে বাকি শ্রেণিগুলোও। এদিকে কলেজ খোলার দিনই শিক্ষার্থীদের পড়তে হয়েছে হরতালের মতো কর্মসূচির মুখে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই কলকাতা ও কলকাতার বাইরের জেলা শহরের স্কুল গুলোতে দেখা যায় শিক্ষার্থীদের উপস্থিতি। প্রায় এক বছর বন্ধের পর এদিন বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।কোভিড বিধি মেনেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপাতত একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান শুরু হয়েছে। স্কুলে প্রবেশ পথেই বিধিগুলোকে নজরে আনতে টানানো হয়েছে নানা ধরণের পোস্টার ব্যানার।এদিন পশ্চিমবঙ্গে ১২ ঘন্টার হরতাল কর্মসূচি পালন করে দুটি রাজনৈতিক দল। রাস্তায় টায়ার জ্বালিয়ে হরতালের সমর্থনে বিক্ষোভ করে বাম-কংগ্রেস সমর্থকরা। তবে স্কুল খোলার দিন এই কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা।‘বাচ্চারা স্কুলে যাচ্ছে। তাদেরও আটকে দেয়া হয়েছে। নামিয়ে দেয়া হয়েছে তাদের স্কুল বাস থেকে। কোথাও কোথাও হরতাল পালনকারীরা স্কুলবাসের কাচও ভেঙেছে।’আগামী এপ্রিল মাসের শেষ দিকে রাজ্যটিতে বিধানসভা ভোট। রাজ্যের প্রধান দুই শক্তি বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে এবার জোট বেধে নির্বাচনে লড়ছে বাম-কংগ্রেস। ২৯৪ আসনের দখলে শেষ পর্যন্ত কে কত আসনে নিজেদের অস্তিত্ব ধরে রাখতে পারে সেটা সময়ই বলে দেবে।
পশ্চিমবঙ্গে ১১ মাস পর খুলেছে কলেজ, হরতালে ভোগান্তি
0
Share.