রাজ্যের মর্যাদা ফিরে পাবে কাশ্মীর: ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী

0

ডেস্ক রিপোর্ট: ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আবারও রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু ও কাশ্মীর। শনিবার ভারতীয় পার্লামেন্টে এমন মন্তব্য করেছেন অমিত শাহ। শুধুমাত্র রাজনৈতিক কারণে জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২১ এর বিরোধিতা না করতে লোকসভার সদস্যদের প্রতিও আহ্বান জানান তিনি।শনিবার ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় এই বিলটি পাশ হয়েছে। অমিত শাহ বলেন, এই বিলের সঙ্গে কাশ্মীরকে রাজ্য হিসেবে মর্যাদা ফিরিয়ে দেয়ার কোনও সম্পর্ক নেই। তিনি বলেন, আমি জোরারোপ করে বলতে চাই এই বিলের সঙ্গে জম্মু ও কাশ্মীরের রাজ্য হিসেবে মর্যাদা ফিরিয়ে দেয়ার কোনও সম্পর্ক নেই। সময়মতো জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেয়া হবে।এসময় কংগ্রেস পার্টির কড়া সমালোচনা করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আপনারা জানতে চেয়েছেন যে গত ১৭ মাসে আমরা কি করেছি? গত ৭০ বছরে আপনারা কি করেছেন?সংসদে এই বিল নিয়ে আলোচনার সময় বিজেপির কড়া সমালোচনা করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। কেন্দ্রশাসিত অঞ্চলটি নিয়ে ফাঁকা বুলি এবং সেখানে ‘উন্নয়নের’ মিথ্যা চিত্র উপস্থাপনের জন্য বিজেপির সমালোচনায় সরব হন তারা।সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরে ইন্টারনেট নিষিদ্ধ, যুদ্ধবিরতি লঙ্ঘন, কারফিউ এবং শিল্পের বিকাশ কমে এসেছে বলে সমালোচনা করেন কংগ্রেসের এমপি’রা। এসময় জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেয়ারও আহ্বান জানান কংগ্রেস এমপি মনীশ তিওয়ারী।

Share.