কোস্টগার্ডের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পদক পাচ্ছেন ৪০ জন

0

ঢাকা: বাংলাদেশ কোস্টগার্ডের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রোববার। দিনটি উপলক্ষে আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদরদপ্তরে অনুষ্ঠান শুরু হয়েছে। এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন।সমুদ্র, নৌ সীমানা ও উপকূলীয় এলাকার নিরাপত্তায় নিয়োজিত এ বাহিনীর কর্মকর্তা, নাবিক, বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য এবার ৪০ সদস্য বাংলাদেশ কোস্টগার্ড পদক, প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক, বাংলাদেশ কোস্টগার্ড (সেবা) পদক ও প্রেসিডেন্ট কোস্টগার্ড (সেবা) পদক পাচ্ছেন।কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক তার অকুতোভয় অবদান, বীরত্ব ও সাহসীকতাপূর্ণ কাজের স্বীকৃত স্বরুপ এ বছর বাংলাদেশ কোস্টগার্ড পদকে ভূষিত হচ্ছেন।অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের পদক পরিয়ে দেবেন। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন এবং আমন্ত্রিত অন্যান্য সামরিক ও অসামরিক অতিথিরা উপস্থিত থাকবেন।দেশের উপকূল ও সমুদ্র প্রহরায় ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়ে কোস্টগার্ড বর্তমানে দেশের বিশাল সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ, জনগণের জানমাল রক্ষা, চোরাচালান-মাদক-মানব পাচার দমনের পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও সহায়তাও চালাচ্ছে এই বাহিনী।কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক জানান, কোস্টগার্ড বাহিনীর নিরলস প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দর ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকা থেকে বের হয়ে একটি নিরাপদ বন্দরে পরিণত হয়েছে।২০২০ সালে এ বাহিনী প্রায় ১১৩ কোটি টাকার চোরাচালান পণ্য আটক, ১ হাজার ৩৩৯ কোটি ৫৬ লাখ টাকার মৎস্য ও অবৈধ জাল, ৯৯ কোটি ৫ লাখ টাকার অবৈধ মাদক এবং ৩ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার কাঠ আটক করে। এছাড়াও করোনাকালীন ভাইরাস সংক্রমণ ঠেকাতে লকডাউন ব্যবস্থাপনা ও জননিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি খাদ্যসামগ্রী নিয়ে অসহায়, দুঃস্থ, কর্মহীন এবং শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে কোস্টগার্ড বাহিনী।বর্তমান সরকারের আমলে বাহিনীতে বিভিন্ন আধুনিক জাহাজ, ঘাঁটি ও জলযান সংযোজনের মাধ্যমে বর্তমানে এ বাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কোস্টগার্ডকে একটি আধুনিক এবং যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গত ১৫ নভেম্বর এই বাহিনীতে একই সঙ্গে যুক্ত হয় ৯টি জাহাজ এবং একটি ঘাঁটি।

Share.