ঢাকা: বাংলাদেশ কোস্টগার্ডের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রোববার। দিনটি উপলক্ষে আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদরদপ্তরে অনুষ্ঠান শুরু হয়েছে। এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন।সমুদ্র, নৌ সীমানা ও উপকূলীয় এলাকার নিরাপত্তায় নিয়োজিত এ বাহিনীর কর্মকর্তা, নাবিক, বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য এবার ৪০ সদস্য বাংলাদেশ কোস্টগার্ড পদক, প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক, বাংলাদেশ কোস্টগার্ড (সেবা) পদক ও প্রেসিডেন্ট কোস্টগার্ড (সেবা) পদক পাচ্ছেন।কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক তার অকুতোভয় অবদান, বীরত্ব ও সাহসীকতাপূর্ণ কাজের স্বীকৃত স্বরুপ এ বছর বাংলাদেশ কোস্টগার্ড পদকে ভূষিত হচ্ছেন।অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের পদক পরিয়ে দেবেন। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন এবং আমন্ত্রিত অন্যান্য সামরিক ও অসামরিক অতিথিরা উপস্থিত থাকবেন।দেশের উপকূল ও সমুদ্র প্রহরায় ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়ে কোস্টগার্ড বর্তমানে দেশের বিশাল সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ, জনগণের জানমাল রক্ষা, চোরাচালান-মাদক-মানব পাচার দমনের পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও সহায়তাও চালাচ্ছে এই বাহিনী।কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক জানান, কোস্টগার্ড বাহিনীর নিরলস প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দর ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকা থেকে বের হয়ে একটি নিরাপদ বন্দরে পরিণত হয়েছে।২০২০ সালে এ বাহিনী প্রায় ১১৩ কোটি টাকার চোরাচালান পণ্য আটক, ১ হাজার ৩৩৯ কোটি ৫৬ লাখ টাকার মৎস্য ও অবৈধ জাল, ৯৯ কোটি ৫ লাখ টাকার অবৈধ মাদক এবং ৩ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার কাঠ আটক করে। এছাড়াও করোনাকালীন ভাইরাস সংক্রমণ ঠেকাতে লকডাউন ব্যবস্থাপনা ও জননিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি খাদ্যসামগ্রী নিয়ে অসহায়, দুঃস্থ, কর্মহীন এবং শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে কোস্টগার্ড বাহিনী।বর্তমান সরকারের আমলে বাহিনীতে বিভিন্ন আধুনিক জাহাজ, ঘাঁটি ও জলযান সংযোজনের মাধ্যমে বর্তমানে এ বাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কোস্টগার্ডকে একটি আধুনিক এবং যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গত ১৫ নভেম্বর এই বাহিনীতে একই সঙ্গে যুক্ত হয় ৯টি জাহাজ এবং একটি ঘাঁটি।
কোস্টগার্ডের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পদক পাচ্ছেন ৪০ জন
0
Share.